নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজ ছাত্রীসহ তিন বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, বাঘার মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী জীম (১৭), বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯) ও মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিপ্রা (১২)। জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে
বাঘার মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘটে পদ্মা নদীতে তারা তিনজন গোসল করতে যায়। পানিতে নামার পর এশা ও শিপ্রা ডুবে যায়। তাকে ধরতে গিয়ে জীমও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মহসিন আলী বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস