1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় নবম শ্রেণির শিক্ষার্থীরা ৪ মাসেও পায়নি সাধারণ বিজ্ঞান বই - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

বাঘায় নবম শ্রেণির শিক্ষার্থীরা ৪ মাসেও পায়নি সাধারণ বিজ্ঞান বই

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বাঘা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার কথা থাকলেও রাজশাহীর বাঘা উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির সাড়ে তিন হাজার শিক্ষার্থী এখনও সাধারণ বিজ্ঞান বিষয়ের বই পায়নি। বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হলেও বই না থাকায় ক্লাস করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে। তবে চলতি বছরে নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আর নতুন বই দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জানুয়ারী উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসা, ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ৫৮টি আনন্দ স্কুল, ৩০টি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত মোট ২৪৯টি বিদ্যালয়ের ৩৩ হাজার ২৬৬ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। কিন্তু প্রায় চার মাস অতিবাহিত হলে ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির সাড়ে তিন হাজার শিক্ষার্থী এখনও সাধারণ বিজ্ঞান বিষয়ের বই পায়নি।

আড়ানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার জানায়, প্রায় চার মাস পার হতে চলেছে। অথচ মানবিক বিভাগের গুনুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ বিজ্ঞান বই। এখনও এই বিষয়ের বই পায়নি। ফলে পড়ালেখার বিঘ্ন সৃষ্টি হচ্ছে পাশাপাশি মারাত্তক সমস্যায় পড়েছি। কবে নাগাদ এই বই সরবরাহ করা হবে কিছুই জানিনা।

আড়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, বিষয়টি নিয়ে প্রতিনিয়তই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কয়েক দিন আগে নিজের ভূল শিকার করে বলেছেন, চলতি বছরে সাধারণ বিজ্ঞান বিষয়ে আর নতুন বই দেয়া সম্ভব হবেনা। এই কথা জানার পর আমাদের বিদ্যালয় থেকে এ বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে থেকে এই বিষয়ের পুরাতন বই সংগ্রহ করার চেষ্টা করছি। তবে বিদ্যালয়ে সংরক্ষণ করা বই থেকে ৯৭ শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান বই দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, জেলা শিক্ষা অফিস আমাদের কাছে যে, তালিকা দিয়েছিল। সেই তালিকা অনুযায়ী বই এর চাহিদা পাঠানো হয়। সেই মোতাবেক সকল বিষয়ে বই সরবরাহ করা হলেও সাধারণ বিজ্ঞান বিষয়ে দেয়া হয়নি। ধারনা ছিল কিছুদিন পর হয়তো আসবে। কিন্তু আসেনি। এখন নতুনভাবে সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের নতুনভাবে বই সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। তবে শিক্ষকদের পাশ্ববর্তী এলাকায় থেকে বা পুরাতন বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করার জন্য আহবান জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, প্রথমের দিকে বিষয়টি আমাকে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বই শিক্ষার্থীদের দেয়া হয়নি সেটা জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST