বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাঘা উপজেলার নারায়নপুর শাখার ব্যাংক এশিয়া এজেন্ট নিজস্ব অর্থায়নে শনিবার সকাল ১০টায় চার শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।
আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নারায়নপুর শাখার এজেন্ট ব্যাংক এশিয়ার এজেন্ট, পরিচালক সুজিত কুমার পান্ডে। উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, নারায়নপুর শাখার ব্যাংক এশিয়া এজেন্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন, কাস্টমার সার্ভিস অফিসার সাধন কুমার, পান্না রানী হালদার, ক্যাশিয়ার শাহানাজ পারভীন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ