বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় যাত্রীবাহি বাসের খোলা ডালা পেটে লেগে আসাদুল হক (৪৫) নামের এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছে। নারায়নপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সনি পরিবহনের খোলা ডালা পেটে ঢুকে গুরুতর আহন হন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকার মনির মেকারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল হক বাঘা পৌরসভার বলিহার গ্রামের ফকির হাজীর ছেলে। স্থানীয়রা জানান,বাসের হেলফার আবুল কালাম বক্সের
ডালা খোলা অবস্থায় বাসটি চালিয়ে ঢাকায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্য ষ্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল আসাদুল হক। ঘটনার পর বাসটি থানা হেফাজতে নেয় পুলিশ। নিহতকে তার পরিবার বাড়িে তনিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এস/আর