বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পঞ্চাশ বছর বয়সের মফিজ নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭-৮-১৮) দুপুরে উপজেলার আড়ানি চক সিংগা গ্রামের আম বাগানের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাগানটি তার নিজের বলে জানা গেছে। সে আড়ানি পৌর সভার পিয়াদাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,জীবন জিবীকার তাগিদে রাজশাহী শহরে অটো রিকসা চালাতো। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসেছে। ঘটনার দিন সকালে নাস্তা করে বাড়িতে বের হয়। পরে স্থানীয়দের মাধ্যমে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর জানেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, দুপুরে গলায় রশি প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মৃত্যুর রহস্য জানা যায়নি। দিনের যে কোন সময়ে মৃত্যুর এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করে মরাদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।