বাঘা প্রতিনিধি খবর ২৪ ঘণ্টা.কম: রাজশাহীর বাঘায় গাছ থেকে আম নামিয়ে নিতে বাঁধা দিয়ে ৪ জনকে মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। এদের ৩জনকে বাঘা হাসপাতাল থেকে রাজশাহীতে রেফার্ড করেছেন সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন বাঘা হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন। মারধর করে আহত করার বিষয় নিয়ে ৪দিন আগে অভিযোগ দায়ের করেছেন আশরাফ আলী নামের আহতদের একজন। কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অজুহাতে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। শুক্রবার উপজেলার মাঝপাড়া গ্রামে ঘটনা ঘটেছে ।
জানা যায়, উপজেলার মাঝপাড়া গ্রামের এনামুল মোল্লা ও পীরগাছা গ্রামের চেনু মন্ডলের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। চেনু মোল্লার দখলকৃত নানার কাছে থেকে পাওয়া জমিতে লাগানো গাছে আম পাড়তে যায়। এই সময় পীরগাছা গ্রামের এনামুল মোল্লা ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে এনামুল মোল্লার লোকজন ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, চাকু নিয়ে আক্রমন করে। এসময় আহত হয়, চেনু মন্ডল, আবু হানিফ, জামরুল ইসলাম ও আশরাফ আলী। তাদেরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে থেকে আশংকাজন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ এনামুল মোল্লাসহ ১১ জনকে আসামী করে থানায় অভিযোগ করেছেন আশরাফ আলী । বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ