বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় কলাগাছ কাটা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে সহোদর এক ভাই সহ ২জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় গুরুতর আহত জিন্নাত আলী (৪৫) কে বাঘা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হৃদয় আহম্মেদ (১৭)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার মীরগঞ্জের চাঁইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,জিন্নাতের জমিতে লাগানো কলা বাগানের একাধিক কলাগাছ কেটে ফেলে তার সহোদার ভাই আকতারুল ও সাদেরের ছেলেরা। জমির অংীশদারিত্ব দাবি করে তার কলাগাছগুলো কেটে ফেলে তারা। জিন্নাত আলীর ছেলে হৃদয়সহ অন্যরা গাছগুলো কেটে ফেলার কারণ জানতে চাওয়ায়, তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। উত্তেজনার চরম মূহুর্তে হৃদয়কে হাসুয়া দিয়ে কোপ মারে আকতারুলের ছেলে লিটন। ঠেকানোর সময় হাসুয়ার সেই কোপ লাগে জিন্নাতের ডান হাতের দুই জায়গায়। বাঘা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আকতারুজ্জামান জানান, তার টেনডন কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন