বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গ্রেপ্তারি পরোয়ানায় ও মাদকদ্রব্য সেবনের অপরাধে এক নারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(০৪-০৭-১৮) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সরেরহাট গ্রামের মজিবর হোসেনের স্ত্রী মাবিয়া বেগম (৪৫), উত্তর মিলিক বাঘা গ্রামের হেদায়েত আলীর ছেলে বাবু হোসেন (৪০), এবং আলাইপুর গ্রামের মৃত ভাসান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), ও কেশবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক জানান, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় মাবিয়া বেগম ও বাবু হোসেন এবং মাদদ্রব্য সেবনের দায়ে সিরাজুল ইসলাম ও শহিদুল শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার(০৬-০৭-১৮) সকালে গ্রেপ্তারকৃতদের আদলাতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।