বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর পেছনে দায়িত্বে ছিলেন মেজিস্ট্রেট ও কেন্দ্র সচিবসহ ১১ জন কর্মকর্তা। রোববার (০৪-০২-১৮) সকাল ১০ টায় আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারিরীক শিক্ষা বিষয়ে অংশ গ্রহণ করে সজিব নামের এক শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব আকবর হোসেন খবর ২৪ ঘণ্টাকে জানান,গত বছর শারিরীক শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয় ডাকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সজিব। এ বছর পরীক্ষা দেয়ার জন্য ফরম পূরণ করে। রোববার ওই বিষয়ে পরীক্ষা ছিল তার। পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত মেজিস্ট্রেট, কেন্দ্র সচিব, সহ কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদর্শক, দুই জন পুলিশ, দুই জন অফিস সহকারী, দুইজন পিয়নসহ মোট ১১ জন দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্বে)ওসহকারি কমিশনার(ভূমি) যোবায়ের হোসেন বলেন, নিয়ম তান্ত্রিকভাবে আমি নিজেসহ ১১ জন দায়িত্ব পালন করেছি।
খবর২৪ঘণ্টা.কম/রখ