নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় ইয়াবা, গাঁজা ও ১২ রাউন্ড গুলি এবং রামদাসহ নারী মাদক ব্যবসায়ী এবং অপর একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, বাঘা উপজেলার আড়ানি বাজারের রাসেল আহমেদ ওরফে ফিরোজের স্ত্রী ফিরোজা বেগম এবং আড়ানি জোতরঘু এলাকার কুদ্দুস আলীর ছেলে খাইরুল (২৫)। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বাঘা থানা
পুলিশ তাদের আটক করে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রাজশাহীর বাঘা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে খাইরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। আসামী খাইরুল পুলিশকে জানায়, সে মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদ @ ফিরোজ ও তার স্ত্রী ফিরোজা বেগমের কাছ থেকে ইয়াবা কিনেছে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত আড়াইটার দিকে মাদক ব্যবসায়ী ফিরোজের বাড়িতে
অভিযান চালিয়ে আরো ১০০ পিস ইয়াবা, .৫ কেজি গাজা, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি বড় রামদা উদ্ধার করে এবং ফিরোজাকে গ্রেফতার করে। তার স্বামী ফিরোজ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। মাদক ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আর/এস