বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানি অপারেশন ও লেন্স স্থাপন, চশমা প্রদানসহ রেফারেল সুবিধা প্রদান করা হয় এ ক্যাম্পের মাধ্যমে। সহযোগিতায় ছিলেন আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ আড়ানী বাঘা রাজশাহী।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ছিলেন আই কেয়ার প্রজেক্ট মানবিক সাহায্য সংস্থা। বাস্তবায়নে ছিলেন মক্কা চক্ষু হাসপাতাল সাগরপাড়া রাজশাহী। অনুষ্ঠানের দাতা হিসেবে ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এ বিষয়ে আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জনাব শাহবাজ আলী জানান, মক্কা হাসপাতালের আয়োজনে প্রতিবছর আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজে বিনামূল্যে চক্ষুশিবির ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রতিবছর ছোট আকারে হলেও এবছর ব্যাপক আকারে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। যাতে করে দরিদ্র রোগীরা বিনামূল্যে সেবা পায় সে জন্যই এই ক্যাম্প গঠন করা হয়।। ক্যাম্পে আসা কিছু রোগী জানান, মক্কা হাসপাতালের বাস্তবায়নে এই ক্যাম্পটি করায় তারা অনেক উপকৃত হয়েছে। অন্যথায় চোখের অপারেশন করতে গেলে অনেক টাকা খরচ হয় কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে তারা অনেক উপকৃত হচ্ছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মক্কা চক্ষু হাসপাতালের এডমিন ম্যানেজার জনাব মোঃ আব্দুর রহিম,মক্কা হাসপাতালে ক্যাম্প অর্গানাইজার ফজলুর রহমান লিটন, সহকারী মেডিকেল অফিসার সার্জন ডঃ মিজানুর রহমান, ওপিডি মেডিকেল এ্যাসিসটেন্ট মোহাম্মদ সেলিম রেজা এবং ওপিডি অ্যাসিস্ট্যান্ট মোঃ আব্দুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থা এডভাইসর তারিকুল গনি এবং মানবিক সাহায্য সংস্থা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সালমান সায়েদ রায়হান।
খবর২৪ঘন্টা/নই