নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চলতি বছর এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৩৫ জন কৃতি শিক্ষার্থীদের দেওয়া হলো উপবৃত্তির অর্থ। সোমবার দুপুরে উপজেলা জিমনেসিয়ামে রাজস্ব তহবিল থেকে ২ লক্ষ ৬৮ হাজার ৫ শ’ টাকা উপবৃত্তি প্রদান করা হয়।
একই দিনে ২০১৭-১৮ অর্থ বছরে এডিপি এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ব্রেঞ্চ সরবরাহ ও হোয়াইট বোর্ড বিতরন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষে তিন মাস প্রশিক্ষন শেষে ২০ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, পাঁকা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বাগাতিপাড়া মডেল থানার ইনেসপেক্টর তদন্ত স্বপন কুমার চৌধরী ।
খবর ২৪ঘণ্টা/ নই