বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় রুম টু রিড এর আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থিদের মাঝে সাক্ষরতা কার্যক্রমের উপকরন বিতরন করা হয়েছে। রবিবার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপকরন বিতরন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরন বিতরন করেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সদস্য এ্যাড.আবুল কালাম ।
এতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাটোর রুম টু রিড এর ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান,সহ-সভাপতি আঃ হামিদ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম প্রমূখ। এছাড়া রুম টু রিড এর কর্মকর্তাবৃন্দ ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ, অভিভাবক,শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে রুম টু রিড এর চলমান কর্মসূচি নিয়ে আলোচনায় বক্তারা বলেন শিক্ষার্থীদের মাঝে পড়ার দক্ষতা ও অভ্যাস গড়ে তোলা রুম টু রিড এর সাক্ষরতা কর্মসূচির অন্যতম লক্ষ্য। বর্তমান সমাজে বাংলা পঠন -পাঠন অধিকাংশ ক্ষেত্রে অবহেলিত। এক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বাংলা ভাষায় পঠন দক্ষতা উন্নয়নে কাজ করতে এগিয়ে আসার জন্য প্রধান অতিথি রুম টু রিড কে ধন্যবাদ জানান। তিনি সকল শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ঠ সকলকে একসাথে রুম টু রিড এর সংগে কাজ করার আহবান জনান।
খবর২৪ঘণ্টা.কম/রখ