1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

বাগাতিপাড়ায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় পূর্ণিমা রানী দাস (১৭) নামের এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জামনগর মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ণিমা রাণী ওই গ্রামের বাদল দাসের মেয়ে। সে জামনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।
জামনগর ইউনিয়ন পরিষদের মেম্বর আফতাব উদ্দিন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে জামনগর ডিগ্রী কলেজ মাঠে পূর্ণিমা রাণী দাসের সাথে প্রেমের সম্পর্কের দাবিতে অর্ঘ্য কুমার ধর ওরফে তনু এবং সুজন নামের দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দু’জনেই পূর্ণিমা রাণীর প্রেমিক দাবি করেন। অর্ঘ্য কুমার ধর ওরফে তনু জামনগর ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। পরে ইউপি মেম্বর আফতাব উদ্দিনের

উপস্থিতিতে তাদের মধ্যে মিমাংসা হয়। বিষয়টি পূর্ণিমা রাণীর পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়। এরপর ওইদিন সন্ধ্যার দিকে সবার অলক্ষ্যে নিজবাড়িতে সে বিষপান করে। জানতে পেরে পরিবারের সদস্যরা রাতে পার্শ্ববর্তী পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এব্যাপারে পুঠিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST