1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় পোকার আক্রমন ঠেকাতে আলোক ফাঁদ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় পোকার আক্রমন ঠেকাতে আলোক ফাঁদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ সেপটেম্বর, ২০১৮

বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় রোপা আমন ফসলের ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্তকরণ ও উপস্থিতি জেনে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করতে একযোগে ষোলটি ব্লকে স্থাপন করা হয়েছে আলোক ফাঁদ। গত রবিবার সন্ধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়।

সন্ধায় পৌরসভা ব্লকে আকরাম আলীর জমিতে আলোক ফাঁদ স্থাপন পরিদর্শন করেন বাগাতিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া শারমিন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী, উপসহকারি কৃষিবিদ মজাহার আলী, আব্দুর রাজ্জাক, জামিনুর রহমান পিন্টু বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা অংশ নেন। এসময় উপস্থিত কৃষকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,আলোক ফাঁদ স্থাপন করতে হয় সন্ধার শুরুতেই। জমি থেকে ১০০ মিটার দুরে অন্ধকারে বাতি জালিয়ে ,বাতির নীচে সাবান পানি মিশ্রিত গামলা রেখে স্থাপন করতে হয়। আলোর উপস্থিতি পেয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা এসে গামলার মধ্যে পড়ে এবং আটকে যায়। উপস্থিত পোকা দেখে সনাক্তকরে ধান ক্ষেতে পরবতী দমন পদ্ধতি ঠিক করা হয়। আলোক ফাদের মাধ্যমে মুলত পোকার উপস্থিতি সনাক্ত করা হয়। আলোক ফাদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন কিভাবে করা সম্ভব তা কৃষকদের সচেতন করার জন্য নিয়মিত আলোক ফাদ স্থাপন করা হচ্ছে।

খবর২৪ঘণ্টা,কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST