বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লোকমানপুর রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে লোকমানপুর স্টেশনের পশ্চিমে মালিগাছা রেল গেটের পাশে লাশটিকে পড়ে থাকতে দেখে রেলওয়ে কর্তৃপক্ষকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আলী আকবর জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।