সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বাগাতিপাড়ায় কিশোরের বাল্য বিয়ে বন্ধ

R khan
ডিসেম্বর ২৮, ২০১৭ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগাতিপাড়া প্রতিনিধি, নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কিশোরীর বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটলেও এবার বাল্যবিয়ে বন্ধ হলো এক কিশোরের। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের ছিয়াদ আলীর ছেলে কিশোর সোহেল রানার বিয়ে পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে মৌসুমী খাতুনের সাথে ঠিক হয়। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার বরের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের গোপন খবর পায় উপজেলা প্রশাসন। পরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বরের বাড়িতে হাজির হন। এসময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর ও বরের পরিবারকে অবহিত করেন। সে সময় ২১ বছর পুর্ণ না হওয়ায় সেখানে বরের পক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন এবং গায়ে হলুদ অনুষ্ঠান ও বিয়ে বন্ধ করেন। এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।