বাগাতিপাড় প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষা চলাকালে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন রাখার অপরাধে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু এ আদেশ দেন।
বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর কেন্দ্র সচীব প্রকৌশলী খালিদ হোসেন লিটন বলেন পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু কেন্দ্র পরিদর্শনে আসে। পরিদর্শন কালে ১৬ নং কক্ষে সালাই নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং ১৯ নং রুমের শাইলকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকসুদা খাতুন এর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়।
পরে পরীক্ষা চলাকালে কক্ষে মোবাইল ফোন রাখার অপরাধে দুই কক্ষ পরিদর্শককে চলতি এসএসসি পরিক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতির নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু।
খবর২৪ঘণ্টা.কম/রখ