বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাব এর উদ্যোগে ইউএনও কাপ ব্যাটমিন্টন টুর্নামের্ন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় অফিসার্স ক্লাব চত্ত্বরে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতাপপুর দলের সহকারি কমিশনার (ভুমি) মেরিনা সুলতানার দল চ্যাম্পিয়ন ও গৌরিপুর দলের উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর দল রানার আর্প হওয়ার গৌরব অর্জন করেন।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, টুনামেন্টের আহব্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, অফিসার্স ক্লাব এর সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
জানা যায়, মাস ব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ