বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ইউএনও কাপ ফুটবল, ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম। ফুটবল খেলায় দয়ারামপুর একতা সংঘ ২-০ গোলে খোলোয়াড় কল্যাণ সমিতি পাঁকা কে পরাজিত করেন। অপর দিকে ক্রিকেট খেলায় দয়ারামপুর ইউনিয়ন পরাজিত করেন বাগাতিপাড়া পৌরসভা একাদশ কে।
এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার মূখার্জী, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ মিয়া, বাগাতিপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন, নবারুণ ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মখলেছুর রহমান প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ