বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সুবর্ণা খাতুন (১৭) নামের এক স্কুল ছাত্রী। শনিবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর পূর্বপাড়া গ্রামে এ বিয়ে বন্ধ হয়। সুবর্ণা খাতুন ওই গ্রামের আশকান আলীর মেয়ে এবং তকিনগর সরকারী প্রাথমিক বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
ইউএনও কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, সুবর্ণা খাতুন এর বিয়ে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়ার তেতুলিয়া গ্রামে ঠিক করেন তার পরিবারের লোকজন। শনিবার এ বিয়ে হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষের লোকজনও ওই বাড়িতে এসেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য আঃ খালেক ও গ্রাম পুলিশ দফাদার সাজদারকে বিয়ে বাড়িতে পাঠান। তারা সেখানে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন। এদিকে বিয়ে বাড়িতে গ্রামপুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।