বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপড়ায় অসুস্থ পিতার ১০ বিঘা জমি কৌশলে নিজ নামে রেজিষ্ট্রি এবং আরও দুই বিঘা জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ব্যক্তি হলেন উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল কাদের (৯০) এবং জমি রেজিষ্ট্রি করে নেন মাহাবুবুর রহমান ওরফে তোতা (৪৫) । গত ১২ ফেব্রুয়ারী এই জমি রেজিষ্ট্রি করে নেন বলে জানা যায়। এমন চক্রান্ত করে জমি নিতে পারে মর্মে ওই ভায়ের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় সাধারন ডায়েরী ও উপজেলা সাব রেজিষ্টী অফিসে লিখিত অভিযোগ করেছিলেন তার আরেক ভাই সাইফুল ইসলাম দুদু (৫৫) ।
জানা যায়, উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল কাদেরের দুই ছেলে ও পাঁচ মেয়ে। সে মারা গেলে তার রেখে যাওয়া সম্পদের অংশিদার হবে তার সাত সন্তান । বৃদ্ধ আব্দুল কাদের হঠাৎ ব্রেনষ্টোক রোগে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে পড়ে আছেন দীর্ঘ দিন। আব্দুল কাদের অসুস্থতার পর থেকে সন্তান মাহাবুবুর রহমান তার ভাই বোনদের অজান্তে বাবার জমিজামা নিজ নামে রেজিস্ট্রি করে নেয়ার পায়তারা শুরু করে। মাহাবুবুর তার অন্য ভাই বোনদের শর্ত থেকে বঞ্চিত করতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রান নাশের হুমকিও দিতে থাকে ।
এমন পরিস্থিতিতে আব্দুল কাদেরের আরেক সন্তান সাইফুল ইসলাম দুদু গত বছরের ৯ অক্টোবর উপজেলা সাব রেজিষ্টার বরাবর ব্রেনষ্টোক ও অসুস্থ রোগীর ভুমি রেজিষ্টারী না করার জন্য লিখিত অভিযোগ করেন। এছাড়াও ওই বছর ৬ নভেম্বর বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। এত কিছু করার পরেও গত ১২ ফেব্রুয়ারী মাহাবুবুর রহমান ভাই বোনদের না জানিয়ে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার নামে প্রায় দশ বিঘা জমি লিখে নেয়। এছাড়া একই দিনে আরও প্রায় দুই বিঘা জমি একই গ্রামের মৃত এসএম মান্নানের ছেলে তানভীর আহমেদ সিদ্দিক এর কাছে বিক্রি করে এবং সেই অর্থ আত্মসাৎ এর এমন অভিযোগ করেন সাইফুল ইসলাম তার ভাই মাহাবুবুর এর বিরুদ্ধে ।
জমি রেজিষ্ট্রি হবার পর এব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভুমির কাছে।
এব্যাপারে মাহাবুবুর রহমান বলেন আমার বাবা অসুস্থ হবার পর থেকে আমি তাকে দেখা শোনা করে আসছি। আমার বাবা আমার প্রতি খুশি হয়ে আমাকে তার জমি রেজিষ্ট্রি করে দিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ