নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে পেরাবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও রোগ নিয়ন্ত্রণ শাখা ,স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের (৬ থেকে ১১ এপ্রিল) অনুষ্ঠানে কৃমি নাশক একটি ট্যাবলেট খ্ওায়ানোর মধ্যে দিয়ে উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন
বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ,বাগাতিপাড়া নব-নির্বাচিত চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার বানু, সংসদ সদস্যর একান্তসহকারী শেখ আব্দুল্লা বাবলু সহ সরকারী কর্মকর্তা ও পেরাবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে জেলা সদর উপজেলার দিঘাপতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জেন এর আয়োজনে রোগ নিয়ন্ত্রণ শাখা ,স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জেন আজিজুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা গন।
খবর ২৪ ঘণ্টা/আর