বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পরিবেশনের লক্ষে বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আলতাফ হোসেন মন্ডল এ সংযোগের উদ্বোধন করেন। বাগমারা প্রেসক্লাবে ওয়াইফাই সংযোগ প্রদান করায় ইন্টারনেট ব্যবহারে সাংবাদিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হওয়ায় নবনির্বাচিত সভাপতিকে বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি আলতাফ হোসেন মন্ডল বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমার নির্বাচনী প্রতিশ্রæতির মধ্যে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়। এছাড়াও প্রেসক্লাবের উন্নয়নে সকল সদস্যদের নিয়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। ওয়াইফাই সংযোগের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, দফতর সম্পাদক আকবর আলী প্রমূখ। উল্লেখ্য, ওয়াইফাই সংযোগ স্থাপন করেন সিফাত কম্পিউটার এন্ড ওয়াইফাই কেবল অপারেটর।
খবর২৪ঘন্টা/নই