বাগমারা প্রতিনিধি: বাগমারায় গতকাল মঙ্গলবার ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ব্র্যাক বাগমারার আয়োজনে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া সুলতানা ও আচিনঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা। সভায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বাগমারার
এসএম বাহার উদ্দিন রুমি। সার্বিক সহযোগীতায় ছিলেন ব্র্যাক বাগমারার কর্মকর্তা ফারহানা রহমান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, ইউপি সদস্য সাব্দুল আলী, খোরশেদ আলম, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মুনছুর রহমান, সচিব আব্দুল মান্নান, মহিলা সদস্য মাছিয়া বেগম, কোহিনুর খাতুন, মাহফুজা বেগম প্রমুখ।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।