সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় মাতৃমৃত্যু রোধে এ্যাডভোকেসি সভা

R khan
জানুয়ারি ১, ২০১৮ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি: পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাহীনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আনোয়ারুল কবীর, পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা খানম, মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, বাগমারায় জাতীয় তরুণ সংঘের সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আব্দুল হান্নান। উক্ত এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেসুর রহমান দুলাল, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীতসহ গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।