বাগমারা প্রতিনিধিঃ বাগমারা যোগীপাড়া ইউনিয়নের কাতিলা বিল পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূবৃত্তরা।
জানা যায় যোগীপাড়া ইউনিয়নের মৃত সাহাদৎ হোসেনের ছেলে ফারুক হোসেন বাংলা ১৪২৬ সন পর্যন্ত পুকুরটি সাঁকোয়া গ্রামের ইমারত উল্লাহ পুত্র রেজাউল হকের কাছ থেকে ৩ তিন বছরের জন্য লীজ গ্রহণ করে মাছ চাষ করে আসছিলো। প্রতিপক্ষরা শনিবার রাতের কোন এক সময় প্রতিহিংসা বশতঃ পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী পুকুরের মালিক ফারুক হোসেনকে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানায়। পরে ফারুক খবর পেয়ে পুকুরের গিয়ে দেখে কতিপয় লোকজনেরা ভেসে উঠা মাছ ধরে নিয়ে যাচ্ছে। ঘটনাটি প্রত্যেক্ষ করে ফারুক হোসেন জ্ঞান হারিয়ে ফেললে লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে এলে এই ঘটনায় যোগীপাড়া পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
পুকুর মালিক ফারুক হোসেন জানান আমার প্রতিপক্ষ কাতিলা গ্রামের সিদ্দিক, ওয়াহেদ, আঃ রহমান, আবেদ আলীসহ তাদের লোকজনেরা পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ