1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপটেম্বর, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় অংশ গ্রহণ করে যোগীপাড়া ইউনিয়ন বনাম হামিরকুৎসা ইউনিয়ন দল। উক্ত খেলায় ২-০ গোলের ব্যবধানে যোগীপাড়া ইউনিয়ন দল হামিরকুৎসা ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে গোল শূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে দুটি গোল করতে সক্ষম হয় যোগিপাড়া ইউনিয়ন দল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় ১৩ নম্বর জার্সি পরিহিত শফিকুল ইসলাম গোল করে ১-০ গোলের ব্যবধানে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে যোগীপাড়া ইউনিয়নের ৭ নম্বর জার্সি পরিহিত রফিকুল ইসলামের দেয়া গোলে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে যোগীপাড়া ইউনিয়ন দল।
অপরদিকে বিকেল ৪ টায় একই মাঠে অংশ নেয় মাড়িয়া ইউনিয়ন দল বনাম শুভডাঙ্গা ইউনিয়ন দল। এই খেলাতেও ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে মাড়িয়া ইউনিয়ন দল। উক্ত খেলার প্রথমার্ধের ২০ মিনিটে ১টি গোল করে ১-০ গোলের ব্যবধানে দলকে এগিয়ে নেয় মাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর জার্সি পরিহিত হাসিবুল ইসলাম। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। টান টান উত্তেজনায় খেলাটির দ্বিতীয়ার্ধ শুরু

হয়। দ্বিতীয়ার্ধে এসে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে শুভডাঙ্গা ইউনিয়ন দল। দ্বিতীয়ার্ধে এসে আরো এদটি গোল করতে সক্ষম হয় মাড়িয়া ইউনিয়ন দল। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় ৭ নম্বর জার্সি পরিহিত রায়হানের দেয়া গোলে ২-০ গোলের ব্যবধানে দল এগিয়ে থাকে। অবশেষে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে মাড়িয়া ইউনিয়ন দল। প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলী আকবর, রহিদুল ইসলাম, আফজাল হোসেন এবং সহকারী রেফারী ছিলেন মুঞ্জুরুল ইসলাম এবং রফিকুল ইসলাম। খেলায় ধারা বর্ণনা প্রদান করেন, নজরুল ইসলাম এবং পলাশ মাহমুদ।
এ সময় অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য

ডাক্তার লোকমান হাকিম, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সমরেশ কুমার প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, রবিবার বেলা ২টায় অংশ গ্রহণ করবেন শ্রীপুর ইউনিয়ন বনাম ঝিকরা ইউনিয়ন। বিকেল ৪ টায় কাচারী কোয়ালীপাড়া বনাম বড়-বিহানালী ইউনিয়ন দল।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST