নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম কবিরাজ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী বাগমারা থানার বড়বাড়িয়া এলাকার আ: জব্বারের ছেলে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া
ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার বাগমারা থানাধীন কালাপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল কবিরাজকে ৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আসামীর রিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর