নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৪ বাগমারা আসনে নৌকার এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুরজ্জামান লিটন। শনিবার বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জের ব্র্যাকের মোড়ে এক নির্বাচনী পথসভায প্রধান অতিথির বক্তব্যে তিনি। সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বাগমারা আসনের আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মালেক মন্ডলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পিএম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। এ সময় আরো উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, আলফোর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন। তিনি তার বক্তব্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহবান জানান।
খবর ২৪ ঘন্টা/এমকে