বাগমারা প্রতিনিধি: দেশের চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে হাট-বাাজার সহ দোকানপাট। সে কারনে ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষ সহ পরিবহণ চালককে পড়ে হয়েছে খাদ্য সংকটের মুখে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় অসহায় দিন কাটাচ্ছেন। বর্তমানের সেই করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করলেন ভবানীগঞ্জ বাজারের প্রতিষ্ঠিত দুই ব্যবসায়ী হাফিজুর রহমান এবং রহিদুল ইসলাম।
বৃৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএনও’র দপ্তরে গিয়ে করোনা সংকট মোকাবেলায় ৭০ হাজার টাকা সহায়তা প্রদান করেন তারা। হাফিজুর রহমান এবং রহিদুল ইসলাম বলেন, আমরা নিজ উদ্যোগে ব্যক্তিগত পক্ষ থেকে করোনা সংকটে কেউ যেন না খেয়ে থাকে সে জন্য এই অর্থ সহায়তা করেছি। যাদের সামর্থ আছে এই সংকটে তাদের এগিয়ে আসা জরুরী। এটা কারও একার সমস্যা না। এই সংকট থেকে সবাইকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।