1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় দুই বাস মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত, আহত ২০ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বাগমারায় দুই বাস মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত, আহত ২০

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আবু বাক্কার ওরফে ভাÐার (৫৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর দেড় টার দিকে উপজেলার বালানগর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় দুই বাসের সামনের কাঁচ ও বডি ভেঙ্গে দুমড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কেশরহাট-ভবানীগঞ্জ সড়ককে মাথাভাঙ্গার সামনে বালানগর-সগুনা মোড় রাজশাহী হতে ভবানীগঞ্জ গামী সিয়াম পরিবহন জ-০৫-০০২১ নামে একটি বাস মোড় ঘুরতে গিয়ে ব্রেক ফেল করে। এ সময় সামনে ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা নিপু-দিপু ব-১৮৬১ একটি বাসকে সরাসরি

ধাক্কা দেয়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষের আগে রাজশাহী থেকে ছেড়ে আসা বাসটি ব্রেক ফেল করে ভ্যানের পিছনে ধাক্কা দেয়। সে সময় ভ্যান চালক ভ্যান থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয় ভাবে তাদেরকে চিকিৎসা দেয়া হলেও ড্রাইভার জাহাঙ্গীর রহমান, বালানগর গ্রামের তানভীর রহমান সহ আরোও ১২ জনকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স ও ক্লিনিকে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক বাসটি জব্দ করছিল। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, উভয় বাসের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছে। অন্যদের স্থানীয় ও বিভিন্ন হাসপাতারে প্রেরণ করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST