বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বুধবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকার ২শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নি¤œ আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান। দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাল সহ, ডাল আলু, সেমাই, চিনি, লবন, এবং তেল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিল হাচেন আলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউপি সদস্য দুলাল উদ্দীন প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই