বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বেপরোয়া বাসের চাপায় ভ্যানচালক দাদা ও নাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ভবানীগঞ্জ-বান্দাইখাড়া সড়কের উপজেলার খন্দকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া গ্রামের জাবেদ আলী (৫৫) ও তার নাতি আব্দুল্লাহ (৮)।
এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভ্যানচালক জাবেদ আলী দুপুরে নাতি আব্দুল্লাহকে সঙ্গে করে ভ্যানযোগে বড় বিহানালীর দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে বিপরীতগামী বেপরোয়া একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
নেয়া হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই