1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় জোর করে মাছ ধরার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

বাগমারায় জোর করে মাছ ধরার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

বাগমারা প্রতিনিধি: বাগমারায় জোর পূর্বক রাতের আধারে পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সমিতি কর্তৃক লীজকৃত পুকুরে বৃহস্পতিবার একই গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে মামুন হোসেন চাঁদা না পেয়ে জোর পূর্বক পুকুর থেকে মাছ চুরি করে বলে অভিযোগ করেন মকছেদ আলী। প্রশাসনের নির্দেশ অমান্য করে পুকুর থেকে মাছ ধরলো বাদী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের সরকারী খাস বাসুদ্ধা পুকুরটি ৩ বছরের জন্য লীজ গ্রহণ করেন বারনই নদী পশ্চিমাংশ মৎস্যজীবী সমবায় সমিতি। লীজ গ্রহণের পর পরবর্তী দেখভালের জন্য তক্তপাড়া গ্রামের মকছেদ আলীকে সমিতির পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়। সেই থেকে এখন পর্যন্ত উক্ত পুকুরে মাছ চাষ

করে আসছে সমিতি। এদিকে হঠাৎ করে ওই গ্রামের মামুন হোসেন নামে এক ব্যক্তি জনৈক ব্যক্তির নিকট থেকে সাব-লীজ নিয়েছে বলে দাবি করে বিভিন্ন সময় গোলযোগের সৃষ্টি করে। মাছ চুরির প্রতিবাদ করতে গেলে মামুন তার নিজ বাড়িতে আগুন দিয়ে মকছেদ আলী সহ কয়েক জনের নামে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে তদন্তে আগুন লাগানোর ঘটনা মিথ্যা বলে প্রমানিত হয়। পরবর্তীতে সাব-লীজ বাতিলের জন্য মামুন হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদীকে নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। সেই সাথে বিষয়টি নিয়ে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে বাদী মামুন হোসেনকে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

আর/এম

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST