সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় জীবন উন্নয়ন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও পাঠ্য পুস্তক বিতরন

R khan
জানুয়ারি ৩, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বেসরকারী সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য পুস্তক বিতরন করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরন ও নতুন পাঠ্য পুস্তক বিতরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবন উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোপাল মহন্তের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক ঝরনা রানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাইজু রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, জীবন উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লিপি আক্তার, আফরোজা আক্তার, ইতিরানী, ফাউন্ডেশনের ব্যবস্থাপক মিলন কুমার, হিসাব রক্ষক মিলন সরদার, মাঠ কর্মী হাবিবুর রহমান, মিলন মিয়া ও রানা আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক ও একশ জন হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।