বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী (৫৩) কে বাগমারা থানার পুলিশ আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ক্লিনিক থেকে তাকে আটক করে। বাগমারার ডাক্তার আব্দুল বারীর আটকের খবরে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া পুলিশ বিভিন্ন মামলায় গত শুক্রবার রাতে আরো ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন, মোহনগঞ্জ গ্রামের বাবুল মোল্লার পুত্র শরিফ মোল্লা (২০), উত্তর কোয়ালীপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র জান বক্্র(৪৫), কোনাবাড়িয়া গ্রামের ফরেজ আলীর পুত্র ইয়াকুব আলী( ৪৬) ও হাটগাঙ্গোপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর পুত্র আব্দুল মান্নান। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, আটকৃতদের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সংঘাত
তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ১৫ নভেম্বর পুলিশ দেউলা গ্রাম থেকে উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও শ্রীপুর ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার হয়। ওই দিনই বাগমারা থানার উপপরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি হিসাবে ডাক্তার আব্দুল বারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানায় আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর