1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

বাগমারায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডের মধ্যে দিয়ে শুরু হলো ওয়ার্ড পর্যায়ে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে সকালে বীরকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ডে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাতি প্রতিকে ২৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। তার নিকটতম প্রার্থী সৈয়দ আলী মোরগ প্রতিকে পেয়েছে ১৪৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতিকে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। তার নিকটতম প্রার্থী মকছেদ আলী কলম প্রতিকে পেয়েছেন ১৩৫ ভোট।
বিকেলে ৮ নং ওয়ার্ডের খয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। হাতি প্রতিকে ২১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রতন কুমার। তার নিকটতম প্রার্থী আব্বাস আলী বাঘ প্রতিকে পেয়েছে ৮৪ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতিকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনতাজ আলী। তার নিকটতম প্রার্থী মোজাহার আলী ফুটবল প্রতিকে পেয়েছেন ৮৩ ভোট।
বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহŸায়ক শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার,

ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, আ’লীগ নেতা এস,এম, এনামুল হক, জাবের আলী, জয়নাল আবেদীন, মোশাররফ হোসেন, বাবুল আকতার, পলাশ, উপজেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল। এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST