বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার উত্তর বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বালানগর কামিল মাদ্রসায় প্রতিবারের ন্যায় শনিবার বৎসরিক ঐতিহ্যবাহী ইসলামী মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সারা রাত্রি সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাদ্রাসা প্রাঙ্গন মুখোরিত। আমন্ত্রিত ও সুধীদের সন্মানে নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইসলামী মহা সমাবেশের সভাপতিত্বে করবেন ড, মাওলানা আতাউর রহমান। এতে বক্তব্য রাখবেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম যথাক্রমে মাওঃ মোঃ কামাল উদ্দিন জাফরী, ড. মুযাফ্ফর বিন মহসিন- মুহাদ্দিস, মাঃ মোঃ আতাউল গণি উসমানী, মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাওঃ শফিকুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মাদ্রাসা গভর্ণি বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, জাকিরুল ইসলাম সান্টু ও মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আইনুল হক কোরআন ও হাদিসের অমীয় বাণী শ্রবন ও দোয়ায় অংশ গ্রহনসহ সমাবেশকে সফল করতে সকলের প্রতি আবেদন জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ