বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সিরাজ উদ্দিনসহ আমজাদ হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করেছে থানার পুলিশ। বুধবার রাত ৩টার দিকে উপজেলা আমীরের নিজ বাসা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রাম থেকে আটক করা হয়। থানার পুলিশ আটকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, রাতে দেউলিয়া গ্রামে
নির্বাচনকে সামনে রেখে উপজেলা জামায়াতের বাসায় গোপন মিটিং চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে আটক করেছে। আটকৃত জামায়াত নেতা অধ্যাপক সিরাজ উদ্দিন (৭০) ও শ্রীপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি আমজাদ হোসেন ওরফে রেজা (৪৮)। এদিকে, আটকৃতদের পরিবারের দাবি তাদেরকে নিজ নিজ বাসা থেকে রাতে পুলিশ তুলে নিয়ে গেছে। তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটক করা হয়েছে বলে তারা জানিয়েছে।
খবর ২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।