বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাগমারায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা আ’লীগ। এ উপলক্ষে শিকদারীস্থ সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম. ওয়াহিদুজ্জামান, বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম, চেয়ারম্যান আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।
আর/এস