বাগমারা প্রতিনিধিঃ বাগমারার বাড়বিহানালী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০ টার দিকে বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের সচিব ও বিদ্যালয়ের কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার হাবিবুর রহমান, ইয়াছিন আলী, খন্দকার মোস্তাফিজুর রহমান, মাষ্টার নরেশ চন্দ্র প্রাং, মাষ্টার আব্দুল জব্বার, মাষ্টার বিদেশ কুমার সরকার, ফজলুর রহমান, জয়ন্ত কুমার, সুশীল কুমার, সুদেব চন্দ্র প্রাং, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস প্রাং প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার মোজাফ্ফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেন। শেষে পরীক্ষার্থী ও বিদায় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ