রাজশাহীর বাগমারার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বাগমারা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডাডর্স টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) যৌথভাবে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে। আজ বুধবার বিকেলে বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ইটভাটাগুলোতে অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত মাদারীগঞ্জের টাটা ও মায়ের দোয়া ব্রিকস নামের দুটি ভাটায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাটা দুটির ইটের পরিমাপ সঠিক ও গুনগত মান সন্তোষজনক না হওয়ার কারণে তাদের জরিমানা করা হয়। এর মধ্যে টাটা ব্রিকসের ৬০ হাজার ও মায়ের দোয়ার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের সর্তক করে দেওয়া হয়। অভিযানে বাগমারা থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ইটের গুনগত মান বজায় রাখার জন্য এবং ক্রেতারা যাতে প্রতারিত না হওয়ার বিষয় নিশ্চিত করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এস/আর