1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লাইভ ওপেনিং জুটি ভাঙতে লাগল দেড়ঘণ্টা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লাইভ ওপেনিং জুটি ভাঙতে লাগল দেড়ঘণ্টা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১১ ফেব্ুয়ারী, ২০২১

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে টাইগাররা যেন নখ দন্তহীন বাঘ। ইনিংসের নবম ওভারের শেষ বলে সময় আবু জায়েদ রাহীর করা বল ক্যাম্পবেলের পায়ে লাগায় জোরালো আবেদন করলে সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

আম্পায়ারের সিদ্ধান্তের পর রিভিউ নেন ক্যাম্পবেল। তাতে দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যায় বল। এতে সিদ্ধান্ত থেকে সরে আসেন আম্পায়ার শরফুদ্দৌলা। ব্যক্তিগত ১৩ রানের মাথায় রিভিউ সফল হওয়া ক্যাম্পবেল শেষ পর্যন্ত সেই এলবিডব্লু হয়েই ফেরেন সাজঘরে।

পানি পানের বিরতির পর তাইজুলের চতুর্থ ওভারের চতুর্থ বলের সময় এলবিডব্লু হলে আবারও রিভিউ নেন ক্যাম্পবেল। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রিভিউতে আউটের সিদ্ধান্ত এলেও উইন্ডিজ কোচ ফিল সিমন্স আপত্তি জানান, বল ব্যাটে লেগেছে বলে।

তবে মধ্যাহ্ন বিরতির আগে উইকেট পেতে বেশ হিমশিম খেতে হয়েছে টাইগার বোলারদের। শেষ পর্যন্ত ওই ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে উইন্ডিজ। এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটে পড়ে খেলা হচ্ছে না অল-রাউন্ডার সাকিব আল হাসানের। একই কারণে খেলা হচ্ছে না ওপেনার সাদমান ইসলামের। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

একাদশে জায়গা হয়েছে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন এবং আবু জায়েদ রাহীর। সফরকারী দলেও এসেছে পরিবর্তন। পেসার কেমার রোচের বদলে এই ম্যাচে খেলছেন আলজারি জোসেফ।

বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

উইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মজলে, এনক্রুমাহ বনার, জশুয়া দ্য সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মায়ার্স।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST