সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ৮ হাজারেরও বেশি শিশু জন্ম নেবে আজ

R khan
জানুয়ারি ১, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অন্যদিনের মতো আজও সূর্য উঠেছে প্রকৃতির নিয়মে। আজও সে সূর্য আলো ছড়িয়ে ভুবন আলোকিত করছে স্বাভাবিক নিয়মেই। উদীত সে সূর্যের আলোতে আলোকিত হবে একটি নতুন দিন, একটি নতুন বছর। পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা- এটাই প্রকৃতির নিয়ম।

আর প্রকৃতির সেই নিয়মে থেকেই নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮ হাজার ৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

সংস্থাটি বলছে, পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় ৩ লাখ ছিয়াশি হাজার শিশু জন্ম নেবে। সে হিসেবে আজ জন্ম নেয়া শিশুদের মধ্যে বাংলাদেশে
জন্ম নেবে ২.১৭ শতাংশ শিশু।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে; যার সংখ্যা প্রায় ৬৯ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন; যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নেবে। তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায়। ইউনিসেফ বলছে যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।