1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশসহ কয়েকটি দেশ টিকার ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে: মোদি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশসহ কয়েকটি দেশ টিকার ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে: মোদি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: বাংলাদেশ, মিয়ানমার, কাতার ও ভুটান করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদি এ কথা জানান। করোনা পরিস্থিতির নিয়ে পর্যালোচনামূলক এ বৈঠক হয়।

বৈঠকে ভারতের  স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, পদস্থ কর্মকর্তা এবং বৈজ্ঞানিক উপদেষ্টারাও  উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্টরা নরেন্দ্র মোদিকে জানান, এই মুহূর্তে ভারতে দুটি টিকার দ্বিতীয় ও একটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। বিজ্ঞানী ও গবেষকেরা প্রতিবেশী সব দেশকে করোনা মোকাবিলায় সাহায্য করছেন। মোদি বৈঠকে বলেন, টিকার জোগান ও বণ্টন প্রতিবেশী ছাড়াও গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

বৈঠকে জানানো হয়, করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে ভারতে অগ্রাধিকার পাবেন ৩০ কোটি নাগরিক। তাদের মধ্যে থাকছেন ডাক্তার-নার্স সহ সব ধরনের স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত সবাই। এর বাইরে থাকছেন পঞ্চাশোর্ধ্বরা।

পাশাপাশি একসঙ্গে অনেক রোগে ভোগারা। করোনার কারণে যারা খুবই ঝুঁকিপূর্ণ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST