1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বলিউডে সবথেকে কম বয়সে এই রেকর্ড করলেন রণবীর - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

বলিউডে সবথেকে কম বয়সে এই রেকর্ড করলেন রণবীর

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ ফেব্ুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত রণবীর সিংয়ের জীবনে স্মরণীয় হয়ে থাকবে৷ প্রশংসার ঝুলি তো তাঁর ক্রমশ ভরছে৷ সেই সঙ্গে রেকর্ডও করে ফেললেন তিনি৷ সম্প্রতি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলেন রণবীর৷ এর আগে আরও অনেক অভিনেতা ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন৷ কিন্তু রণবীর সর্বকনিষ্ঠ৷

পদ্মাবত ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুর৷ কিন্তু সর্বাধিক প্রশংসা কুড়িয়েছেন ভিলেন রণবীর৷ প্রায় এক মাসের উপর হয়ে গেল রিলিজ করেছে পদ্মাবত৷ এখনও দীপিকা বা শাহিদের তুলনায় রণবীরের প্রশংসার ঝুলি বেশি ভর্তি৷ তাঁর মেকআপ, অভিনয় প্রত্যক্ষ করিয়ে দেয় প্রকৃত শয়তানের স্বরূপ৷ আলাউদ্দিন খিলজি কতটা ভালো বা কতটা মন্দ ব্যক্তি ছিলেন, তা বিতর্কিত ইস্যু৷ কিন্তু ছবিতে তাঁকে শয়তান হিসেবেই দেখানো হয়েছে৷ আর সেখানে রণবীরের পারফর্ম্যান্স জ-ড্রপিং৷

এই চরিত্রের জন্য খুব খেটেছিলেন বলে জানিয়েছিলেন রণবীর সিং৷ তা তাঁর অভিনয়ের মধ্যেই ফুটে উঠেছে৷ শুরু থেকে শেষ তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়৷ আর এবার তাঁর ফলও পেলেন তিনি৷ সর্ব কনিষ্ঠ অভিনেতা হিসেবে ২০০ কোটির ক্লাবে নাম তুললেন৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা তাঁর ট্যুইটারে এই সুখবর জানিয়েছেন৷

এই সুখবর শোনা পর ট্যুইটারে সঞ্জয় লীলা বনসালীকে ধন্যবাদ জানান রণবীর৷ বলেন, পদ্মাবত দেখে তিনি নিজেও আপ্লুত৷ পদ্মাবত টিমের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST