সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবরণের রাতেই বিশ্বজুড়ে স্তব্ধ হোয়াটসঅ্যাপ

R khan
জানুয়ারি ১, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফের বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ। তাও কিনা ঠিক ৩১ ডিসেম্বরের রাতেই। নতুন বছর শুরুর রাতে নববর্ষের শুভেচ্ছা জানাতে যখন মুখিয়ে রয়েছে সবাই, তখনই এমন ঘটনাটি ঘটলো। স্বাভাবিকভাবেই এরপর ক্ষুব্ধ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ।

জানা যায়, রাত ১২টার কিছু আগে থেকেও কাজ করা বন্ধ করে দেয় এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। নিউ ইয়ার ইভ সেলিব্রেশনের মাঝেই এরকম একটা ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সবাই। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন মানুষজন। অনেকেই অন্যদের হোয়াটসঅ্যাপ ডাউন কিনা, তা জানতে স্টেটাস দিয়েছেন। এই অঘটনের জন্য ক্ষমাও চেয়েছে হোয়াটসঅ্যাপ।

অন্যান্য সোশ্যাল সাইটের মত হোয়াটসঅ্যাপ তাদের কোনও পেজ রাখেনি, যেখানে কখন সাইট ডাউন হচ্ছে সেই সংক্রান্ত তথ্য দেওয়া হয়ে। একটি ট্যুইটার হ্যান্ডল থাকলেও সেখানে কোনও তথ্য শেয়ার করা হয়নি। প্রায় প্রত্যেক মাসেই এই অ্যাপের ডাউন হওয়ার ঘটনা ঘটে। অনেক সময় কয়েক ঘণ্টা পর ঠিক হয়। এদিনও বেশ কয়েক ঘণ্টা সমস্যায় ফেলেছে এই ম্যাসেজিং অ্যাপ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।