নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে ১১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র হামলাকারীরা গাড়ি ও মোটরবাইকের বহর নিয়ে এসেছিল। তারা মালির সীমান্তের কাছে দাগনে অবস্থানরত সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১১ সেনা নিহত হয়। ওই ঘটনায় আরও ৯ জন নিখোঁজ রয়েছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, স্থানীয় ও আন্তর্জাতিক সামরিক বাহিনীকে তাড়িয়ে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। এতে হাজার হাজার বেসামরিক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সূত্র: আল-জাজিরা
জেএন