খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার কিছু পর বনানী ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের দুটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত সোয়া একটার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে এ পর্যন্ত কারও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
খবর২৪ঘন্টা/নই